পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

সেদিন আমি ভেবেছিলেম
মনে মনে,
হতবিধির যত বিবাদ
আমার সনে।
ঝড় এল যে আচম্বিতে
পাতার ভেলা ডুবিয়ে দিতে
আর কিছু তার ছিল না কাজ
ত্রিভুবনে।
হতবিধির যত বিবাদ
আমার সনে॥

আজ আষাঢ়ে একলা ঘরে
কাটল বেলা।
ভাবতেছিলেম এতদিনের
নানান খেলা।
ভাগ্য-’পরে করিয়া রোষ
দিতেছিলেম বিধিরে দোষ—
পড়ল মনে নালার জলে
পাতার ভেলা।
ভাবতেছিলেম এতদিনের
নানান খেলা॥

৩২ জ্যৈষ্ঠ

১৬৩