পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

এ ক’টি কড়ি মিছে ভার বওয়া,
তোমাদের প্রথা কেড়েকুড়ে লওয়া—
হবে না নিরাশ, আছে আছে, কিছু
রয়েছে বাকি॥
আমারও ভাগ্যে ঘটে নি ঘটে নি
কেবলই ফাঁকি॥

নিশি দু’পহর, পঁহুছিনু ঘর
দু হাত রিক্ত করি।
তুমি আছ একা সজলনয়নে
দাড়ায়ে দুয়ার ধরি!
চোখে ঘুম নাই, কথা নাই মুখে,
ভীতপাখিসম এলে মোর বুকে—
আছে আছে, বিধি, এখনো অনেক
রয়েছে বাকি।
আমারও ভাগ্যে ঘটে নি ঘটে নি
সকলই ফাঁকি॥

২ আষাঢ়

১৬৭