পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

কী হবে, ভাই, হিসেব নিয়ে!
তোমার নয়কো লাভের খাতা॥

আপনি আঁধার ডাকছে তোরে,
ঢাকছে তোমায় দয়া করে।
তুমি তবে কেনই জ্বালো
মিট্‌মিটে ওই দীপের আলো—
চক্ষু মুদে থাকাই ভালো,
শ্রান্ত, পথের প্রান্তে প’ড়ে।
জানাজানির সময় গেছে,
বোঝাপড়া কর্‌ রে বন্ধ—
অন্ধকারের স্নিগ্ধ কোলে
থাক্ রে হয়ে বধির অন্ধ॥

যদি তোমায় কেউ না রাখে,
সবাই যদি ছেড়েই থাকে—
জনশূন্য বিশাল ভবে
একলা এসে দাঁড়াও তবে,
তোমার বিশ্ব উদার রবে
হাজার সুরে তোমায় ডাকে।
আঁধার রাতে নির্নিমেষে
দেখতে দেখতে যাবে দেখা—

১৭৯