পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

আজ ভোের থেকে নাই গো বাদল,
আয় গো আয়

মেঘ ছুটে গেল, নাই গো বাদল,::আয় গো আয়, আজিকে সকালে শিথিল কোমল::বহিছে বায়। পতঙ্গ যেন ছবিসম আঁকা শৈবাল-'পরে মেলে আছে পাখা, জলের কিনারে বসে আছে বক::গাছের ছায়।::::আজ ভোর থেকে নাই গো বাদল,::::::আয় গো আয়।

শিলাইদহ
২১ জ্যৈষ্ঠ ১৩০৭

১৯০