পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০৫
সমাপ্তি

পথে যতদিন ছিনু ততদিন
অনেকের সনে দেখা,
সব শেষ হল যেখানে সেথায়
তুমি আর আমি একা।
নানা বসন্তে নানা বরষায়
অনেক দিবসে অনেক নিশায়
দেখেছি অনেক, সহেছি অনেক,
লিখেছি অনেক লেখা-
পথে যতদিন ছিনু ততদিন
অনেকের সনে দেখা॥

কখন্ যে পথ আপনি ফুরালো,
সন্ধ্যা হল যে কবে-
পিছনে চাহিয়া দেখিনু, কখন্
চলিয়া গিয়াছে সবে।
তোমার নীরব নিভৃত ভবনে
জানি না কখন্ পশিমু কেমনে।
অবাক রহিনু আপন প্রাণের
নূতন গানের রবে।