পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

আজ যে তাহা ছাড়িয়ে গেছে
অনেক দূরে-
অনেক দেশে, অনেক বেশে,
অনেক সুরে।
কুড়িয়ে তারে বাঁধতে পারে,
একটিখানে
এমনতরো মোহন-মন্ত্র
কেই-বা জানে।
নিজের মন তো দেবার আশা
চুকেই গেছে,
পরের মনটি পাবার আশায়
রইনু বেঁচে॥

৫৯