পাতা:ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

অনেক বার তো হাল ভেঙেছে,
পাল গিয়েছে ছিঁড়ে
ওরে দুঃসাহসী!
সিন্ধু-পানে গেছিস ভেসে
অকূল কালো নীরে
ছিন্ন-রশারশি।
এখন কি আর আছে সে বল।
বুকের তলা তোর
ভরে উঠছে জলে।
অশ্রু সেঁচে চলবি কত-
আপন ভারে ভোর
তলিয়ে যাবি তলে॥

এবার তবে ক্ষান্ত হ রে,
ওরে শ্রান্ত তরী!
রাখ্ রে আনাগোনা।
বর্ষশেষের বাঁশি বাজে
সন্ধ্যাগগন ভরি
ওই যেতেছে শোনা।
এবার ঘুমো কূলের কোলে
বটের ছায়াতলে
ঘাটের পাশে রহি;

৬৫