পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশের বনে শূন্ত নদীর তীরে কৃষ্ণপক্ষে আধখানা চাদ কোথা ছায়ার কোণে দাড়িয়ে তুমি জুড়ালো রে দিনের দাহ, ফুরালো সব কাজ তখন আকাশতলে ঢেউ তুলেছে তখন ছিল যে গভীর রাত্রিবেলা তখন রাত্রি আঁধার হল তপ্ত হাওয়া দিয়েছে আজ তুমি এ পার ও পার কর কে গো তুমি যত ভার দিয়েছ সে ভার তোমার কাছে চাই নি কিছু তোমার বীণার সাথে আমি তোরা কেউ পারবি নে গো দাড়িয়ে অাছ অাধেক-খোলা বাতায়নের ধারে দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা-পরা ওই ছায়। দুখের বেশে এসেছ ব’লে তোমারে নাহি ডরিব হে নিশ্বাস রুধে ছ চক্ষু মুদে নীড়ে ব’সে গেয়েছিলেম পথ চেয়ে তো কাটল নিশি পথিক, ওগো পথিক, যাবে তুমি পথের নেশা আমার লেগেছিল পাছে দেখি তুমি জাস নি তাই বন্দী, তোরে কে বেঁধেছে বন্ধ হয়ে এল ম্রোতের ধারা ●>

  • R8

ృతి లి ७ ॐ ३ Qo Q S8% a○ 之}\° S & & tూ ఏ ఆమె