পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ماده۷د a s(t Rfg সৈন্তদলে উড়িয়ে ধ্বজ কঁাপিয়ে চলে পথ, হেথায় কভু নাহি থামে মহারাজের রথ । এক রজনীর তরে হেথা দূরের পাস্থ এসে দেখতে না পায় কী আছে এই সব-পেয়েছি’র দেশে। নাইকে পথে ঠেলাঠেলি, নাইকো হাটে গোল— ওরে কবি, এইখানে তোর কুটিরখানি তোল । ধুয়ে ফেল রে পথের ধুলো, নামিয়ে দে রে বোঝা, বেঁধে নে তোর সেতারখানা— রেখে দে তোর খোজা । পী ছড়িয়ে বোস্ রে হেথায় সারা দিনের শেষে তারায়-ভরা আকাশ-তলে সব-পেয়েছি'র দেশে । ※8邮