পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কালো জলের কলোকলে আঁখি আমার ছলো ছলে, ও পার হতে সোনার অভিা পরান ফেলে ছেয়ে, ওগো খেয়ার নেয়ে ! দেখি তোমার মুখে কথাটি নেই, ওগো খেয়ার নেয়ে | কী যে তোমার চোখে লেখা আছে দেখি যে তাই চেয়ে, ওগো খেয়ার নেয়ে ! আমার মুখে ক্ষণতরে যদি তোমার আঁখি পড়ে আমি তখন মনে করি আমিও যাই ধেয়ে, ওগো খেয়ার নেয়ে ! ১৫ শ্রাবণ ১৩১২