পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপরিচয় খেয়া ১৩১৩, শ্রাবণে ( ? ) প্রকাশিত। প্রথম সংস্করণে বিভিন্ন রচনার স্থান-কাল নির্দেশ করা হয় নাই। কিছু কাল হইল বিভিন্ন পাণ্ডুলিপি হইতে অধিকাংশ রচনারই স্থান-কাল জানা গিয়াছে ও এই গ্রন্থে যথাস্থানে সংকলন করিয়া দেওয়া সম্ভব হইয়াছে। ঘাটের পথে, দুঃখমূর্তি, মুক্তিপাশ, মেঘ— এই কয়টির রচনাকাল অজ্ঞাত ; বন্ধনীমধ্যে, রবীন্দ্র-সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় প্রথম তিনটি কবিতার প্রকাশের কাল দেওয়া হইল । ‘আমার ধর্ম প্রবন্ধে প্রসঙ্গক্রমে রবীন্দ্রনাথ থেয়ার কোনো কোনো কবিতার ব্যাখ্যা করিয়াছেন— | থেয়াতে ‘আগমন’ বলে যে কবিতা আছে সে কবিতায় যে মহারাজ এলেন তিনি কে ? তিনি যে অশান্তি। সবাই রাত্রে দুয়ার বন্ধ করে শাস্তিতে ঘুমিয়ে ছিল, কেউ মনে করে নি তিনি আসবেন। যদিও থেকে থেকে দ্বারে আঘাত লেগেছিল, যদিও মেঘগর্জনের মতো ক্ষণে ক্ষণে র্তার রথচক্রের ঘর্ঘরধ্বনি স্বপ্নের মধ্যেও শোনা গিয়েছিল, তবু কেউ বিশ্বাস করতে চাচ্ছিল না যে তিনি আসছেন— পাছে তাদের আরামে ব্যাঘাত ঘটে । কিন্তু দ্বার ভেঙে গেল, এলেন রাজা । ঐ থেয়াতে ‘দান’ বলে একটা কবিতা আছে। তার বিষয়টি এই যে, ফুলের মালা চেয়েছিলুম, কিন্তু কী পেলুম — এ তে মালা নয় গো, এ যে তোমার তরবারি ! এমন যে দান এ পেয়ে কি আর শাস্তিতে থাকবার জো আছে ! শাস্তি যে বন্ধন, যদি তাকে অশাস্তির ভিতর দিয়ে না পাওয়া যায় । —সবুজপত্র। আশ্বিন-কার্তিক ১৩২৪