পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তীব্র তড়িৎ হাসি হেসে • বঞ্জভেরীর স্বরে । তোমার ঘরে ঢুকি জগৎ যদি এক নিমেষে শক্তিমূর্তি ধ’রে দাড়ায় মুখোমুখি— কোথায় থাকে আণধেক-ঢাক । অলস দিনের ছায়ণ, বাতায়নের ছবি ! কোথায় থাকে স্বপন-মাখা অrপন-গড়া মায়ণ । উড়িয়ণ যায় সবই । তখন তোমার ঘোমটা খোলা কালে চোখের কোণে কাপে কিসের অণলেণ, ডুবে তোমার আপ না-ভোলা, প্রাণের অালেদালনে সকল মন্দ ভালো । বক্ষে তোমার আঘাত করে উত্তাল নর্তনে রক্ততরঙ্গিণী, 穆够