পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাশি ওই তোমার ওই বর্ণশিখানি শুধু ক্ষণেক-তরে দাও গে। আমার করে । শরৎ-প্রভাত গেল বয়ে, দিন যে এল ক্লাস্ত হয়ে, বাশি-বাজা সাঙ্গ যদি কর অালসভরে তবে তোমার বঁাশিখানি শুধু ক্ষণেক-তরে দাও গো আমার করে । আর কিছু নয়, আমি কেবল করব নিয়ে খেলা শুধু একাট বেলা । въ