পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তুলে নেব কোলের পরে, । অধরেতে রাখব ধরে, । তারে নিয়ে যেমন খুশি যেখা-সেথায় ফেলা— এমনি করে আপন-মনে করব আমি খেলা শুধু একটি বেলা । তার পরে যেই সন্ধে হবে এনে ফুলের ডালা গেথে খুলব মালা । সাজাব তায় যুখীর হারে, গন্ধে ভরে দেব তারে, করব আমি আরতি তার নিয়ে দীপের থালা । সন্ধে হলে সাজাব তায় ভ’রে ফুলের ডালা, গেথে যুখীর মালা । রাতে উঠবে অাধেক শশী _তারার মধ্যখানে, চাবে তোমার পানে । § a