পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনাবশুক কাশের বনে শূন্ত/নদীর তীরে আমি জিজ্ঞাসিলাম ডেকে, "একলা পথে কে তুমি যাও ধীরে আঁচল-অাড়ে প্রদীপখানি ঢেকে ? 'আমার ঘরে হয় নি আলো জ্বালা, দেউটি তব হেথায় রাখে। বালা ।” গোধূলিতে ছটি নয়ন কালে ক্ষণেক-তরে আমার মুখে তুলে সে কহিল, ‘ভাসিয়ে দেব আলো, দিনের শেষে তাই এসেছি কুলে।’ চেয়ে দেখি দাড়িয়ে কাশের বনে, প্রদীপ ভেসে গেল অকারণে | ভর সাঝে আঁধার হয়ে এলে আমি ডেকে জিজ্ঞাসিলাম তারে, “তোমার ঘরে সকল আলো জেলে এ দীপখানি সঁপিতে যাও কারে ? ঘরে হয় নি আলো জ্বালা, দেউটি তব হেথায় রাখে। বালা ।”