পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার মুখে হট নয়ন কালো ক্ষণেক-তরে রইল চেয়ে ভুলে— সে কহিল, "আমার এ-যে আলো আকাশপ্রদীপ শূন্তে দিব তুলে।’ চেয়ে দেখি, শূন্ত গগন-কোণে প্রদীপখানি জ্বলে অকারণে । অমাবস্তা আঁধার ছই পহরে জিজ্ঞাসিলাম তাহার কাছে গিয়ে, ‘ওগো, তুমি চলেছ কার তরে প্রদীপখানি বুকের কাছে নিয়ে ? | ঘরে হয় নি আলো জ্বালা, দেউটি তব হেথায় রাখে। বালা । অন্ধকারে ছুটি নয়ন কালো ক্ষণেক মোরে দেখল চেয়ে তবে— সে কহিল, এনেছি এই আলো, দীপালিতে সাজিয়ে দিতে হবে।’ চেয়ে দেখি, লক্ষ দীপের সনে দীপখানি তার জ্বলে অকারণে । বোলপুর ২৫ শ্রাবণ ১৩১২