পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি ওগো, লীলা শরৎশেষের মেঘের মতো তোমার গগন-কোণে সদাই ফিরি অকারণে । তুমি আমার চিরদিনের দিনমণি গে।— আজো তোমার কিরণ-পাতে মিশিয়ে দিয়ে আলোর সাথে দেয় নি মোরে বাষ্প ক’রে তোমার পরশনি— তোমা হতে পৃথক হয়ে বৎসর মাস গণি । এমনি তোমার ইচ্ছা যদি এমনি খেলা তব তবে খেলা ও নব নব । লয়ে আমার তুচ্ছ কণিক ক্ষণিকতা গো—

  • Եր