পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওগো, মোর যখন কলিকাত৷ ৬ চৈত্র ১৩১২ গভীর ঘুমের মধ্য হতে ফুটল যখন আঁখি চেয়ে দেখি কখন এসে দাড়িয়ে আছ শিয়র-দেশে তোমার হাসি দিয়ে আমার অচৈতন্ত ঢাকি । ভেবেছিলেম আছে আমার কত-ন। পথ বাকি । ভেবেছিলেম পরান-পণে সজাগ রব সবে । সন্ধ্য হবার আগে যদি পার হতে না পারি নদী ভেবেছিলেম তাহা হলেই সকল ব্যর্থ হবে । আমি থেমে গেলেম, তুমি আপনি এলে কবে । de