পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুনে ক্ষণকালের তরে রইমু মাথা-নিচু। তোমার কী বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে ! এ কেবল কৌতুকের বশে অণমায় প্রবঞ্চনা | বুলি হতে দিলেম তুলে একটি ছোটো কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি— একি ভিক্ষণ-মাঝে একটি ছোটো সোনার কণা দেখি । দিলেম যা রাজ-ভিখারিরে স্বর্ণ হয়ে এল ফিরে, তখন কাদি চোখের জলে ছুটি নয়ন ভ’রে— তোমায় কেন দিই নি আমার সকল শূন্ত করে। কলিকাত৷ ৮ চৈত্র [ ১৩১২ ] Soy