পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাগরণ পথ চেয়ে তো কাটল নিশি, লাগছে মনে ভয়— সকাল-বেলা ঘুমিয়ে পড়ি যদি এমন হয় ! যদি তখন হঠাৎ এসে দাড়ায় আমার দুয়ার-দেশে । বনচ্ছায়ায় ঘেরা এ ঘর আছে তো তার জানা— ওগো, তোরা পথ ছেড়ে দিস, করিস নে কেউ মান । যদি বা তার পায়ের শব্দে ঘুম না ভাঙে মোর, শপথ আমার, তোরা কেহ ভাঙাল নে সে ঘোর | ፃ »