পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুল ফোটানো তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে । যতই বলিস, যতই করিস, যতই তারে তুলে ধরিস, ব্যগ্র হয়ে রজনী দিন আঘাত করিস বেঁাটাতে— তোর কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে । দৃষ্টি দিয়ে বারে বারে মান করতে পারিস তারে, ছিড়তে পারিস দলগুলি তার, ধুলায় পারিস লোটাতে— তোদের বিষম গণ্ডগোলে যদিই বা সে মুখটি খোলে ধরবে না রঙ, পারবে না তার গন্ধটুকু ছোটাতে। তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে। ግዓ