পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হার মোদের হারের দলে বসিয়ে দিলে আমরা জানি আমরা পারব না । হারাও যদি হারব খেলায়, তোমার খেলা ছাড়ব না । কেউ বা ওঠে, কেউ বা পড়ে, কেউ বা বাচে, কেউ বা মরে, আমরা নাহয় মরার পথে করব প্রয়াণ রসাতলে । হারের খেলাই খেলব মোরা বসাও যদি হারের দলে । বিনা পণে খেলব না গো, খেলব রাজার ছেলের মতো । ফেলব খেলায় ধনরতন যেথায় মোদের অাছে যত । সর্বনাশ৷ তোমার যে ডাক, যায় যদি যাক সকলই যাক, শেষ কড়িটি চুকিয়ে দিয়ে খেলা মোদের করব সারা । , ማለቂo