পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্দী ওগো, কে গড়েছে বজ্রবাধনখানি ? আপনি আমি গড়েছিলেম বহু যতন মানি । ভেবেছিলেম অামার প্রতাপ করবে জগৎ গ্রাস, অামি রব একলা স্বাধীন সবাই হবে দাস । তাই গড়েছি রজনী দিন লোহার শিকলখানা— কত অাগুন কত অাঘাত নাইকো তার ঠিকান। গড়া যখন শেষ হয়েছে কঠিন স্বকঠোর, দেখি অামায় বন্দী করে অামারি এই ডোর । বোলপুর । ৯ বৈশাখ ১৩১৩ ግ >