পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সভার তবে নিবায়ে দিব আলো— বাশির তবে থামায়ে দিব তান । স্তব্ধ মোরা আঁধারে রব বসি, ঝিল্লিরব উঠিবে জেগে বনে, কৃষ্ণরাতে প্রাচীনক্ষীণ শশী চক্ষে তব চাহিবে বাতায়নে । পথপাগল পথিক, রাখে। কথা— নিশীথে তব কেন এ অধীরতা । বোলপুর ৮ বৈশাখ ১৩১৩ ৮২