পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাসনায় মোরা বিশ্বজগৎ ঢাকি, তোমা-পানে চেয়ে যত করি ভোগ তত আরো থাকে বাকি । আপনি যে দুখ ডেকে আনি সে যে জালায় বজানলে— অঙ্গার করে রেখে যায়, সেথা কোনো ফল নাহি ফলে । তুমি যাহা দাও সে যে ছঃখের দান, শ্রাবণধারায় বেদনার রসে সার্থক করে প্রাণ । যেখানে যা-কিছু পেয়েছি কেবলই সকলই করেছি জমা— যে দেখে সে আজ মাগে যে হিসাব, কেহ নাহি করে ক্ষমা । এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও । ভারের বেগেতে ঠেলিয়া চলেছে, এ যাত্রা মোর থামাও । ২৫ মাঘ ১৩১২ ]