পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অাজ টিকা পুরবে প্রথম নয়ন মেলিতে হেরিনু অরুণশিখ1– হেরিন্থ কমলবরন শিখা, তখনি হাসিয়া প্রভাততপন দিলেন আমারে টিকণ— আমার হৃদয়ে জ্যোতির টিকা । কে যেন আমার নয়ননিমেষে রাখিল পরশমণি, যে দিকে তাকাই সোনা করে দেয় দৃষ্টির পরশনি। অন্তর হতে বাহিরে সকলই আলোকে হইল মিশণ— নয়ন অামার হৃদয় অামার কোথাও না পায় দিশা । 沙>