পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

অস্তাচলে তীরের তলে ঘন গাছের কোল ঘে’ যে
ছায়ায় যেন ছায়ার মতো যায়
ডাকলে আমি ক্ষণেক থামি হেথায় পাড়ি ধরবে সে।
এমন নেয়ে আাছে রে কোন নায়!
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়।


ঘরেই যার যাবার তারা কখন গেছে ঘর-পানে,
পারে যারা যাবার গেছে পারে।
ঘরেও নহে, পারেও নছে, যে জন আছে মাঝখানে
সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে।
ফুলের বার নাইক আরফসল যার ফলল না,
চোখের জল ফেলতে হাসি পায়
দিনের আলে। যার ফুরালো, সঁাজের আলো জ্বলল না,
সেই বসেছে ঘাটের কিনারায়।
ওরে আায়,
আমায় নিয়ে যাবি কে রে
বেলাশেষের শেষ খেয়ায়।

আষাঢ় ১৩১২