পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুভক্ষণ ওগো মণ, রাজার তুলাল যাবে আজি মোর ঘরের সমুখ-পথে, আজি এ প্রভাতে গৃহকাজ লয়ে রহিব বলে কী মতে । বলে দে আমায় কী করিব সাজ, কী ছাদে কবরী বেঁধে লব আজি, পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরনের বাস । মা গো, কী হল তোমার, অবাক নয়নে মুখ-পানে কেন চাস ? আমি দাড়াব যেথায় বাতায়নকোণে সে চাবে না সেথা জানি তাহা মনে ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে স্থদুর পুরে— শুধু সঙ্গের বাশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল স্বরে। ३ ●