পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোর হার-ছেড়া মণি নেয় নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে, চাকার চিহ্ন ঘরের সমুখে পড়ে আছে শুধু আঁকা । আমি কী দিলেম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার তুলাল গেল চলি মোর ঘরের সমুখ-পথে— মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়৷ রহিব বলে। কী মতে । বোলপুর ురి ERei )\రి ३२