পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বারে যেন আঘাত হল শুনেছিলেম সবে— আমরা তখন বলেছিলেম, ‘বাতাস বুঝি হবে।’ নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলসভরে ; তু-এক জনে বলেছিল, “দূত এল বা তবে 1’ আমরা হেসে বলেছিলেম, বাতাস বুঝি হবে।’ নিশীথ-রাতে শোনা গেল কিসের যেন ধবনি— ঘুমের ঘোরে ভেবেছিলেম মেঘের গরজনি । ক্ষণে ক্ষণে চেতন করি কাপল ধরণ থরহরি, ছ-এক জনে বলেছিল *চাকার ঝনঝনি’ । ঘুমের ঘোরে কহি মোর। “মেঘের গরজনি’ । 越8