পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওরে, হুয়ার খুলে দে রে, বাজল শঙ্খ বাজ । গভীর রাতে এসেছে আজ আঁধার ঘরের রাজা । বজ ডাকে শূন্ততলে, বিদ্যুতেরই ঝিলিক বলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা— ঝড়ের সাথে হঠাৎ এল তুঃখরাতের রাজা । কলিকাতা ২৮ শ্রাবণ ১৩১২