পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুক্তিপাশ ওগো, নিশীথে কখন এসেছিলে তুমি কখন যে গেছ বিহানে তাহা কে জানে । আমি চরণশবদ পাই নি শুনিতে, ছিলেম কিসের ধেয়ানে তাহণ কে জানে । রুদ্ধ আছিল আমার এ গেহ, কত কাল আসে যায় নাই কেহ— তাই মনে মনে ভাবিতেছিলেম এখনো রয়েছে যামিনী— যেমন বন্ধ আছিল সকলি বুঝি বা রয়েছে তেমনি । হে মোর গোপনবিহারী, ঘুমায়ে ছিলেম যখন, তুমি কি গিয়েছিলে মোরে নেহারি ? ՀԵ