পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অাজ নয়ন মেলিয়া একি হেরিলাম বাধা নাই কোনো বাধা নাই— অামি বাধা নাই । ওগো, যে আঁধার ছিল শয়ন ঘেরিয়া আাধা নাই তার আধা নাই, অামি বাধা নাই । তখনি উঠিয়া গেলেম ছুটিয়া, দেখিমু কে মোর আগল টুটিয়৷ ঘরে ঘরে যত তুয়ার জানালা সকলি দিয়েছে খুলিয়া— অণকাশ বাতাস ঘরে অাসে মোর বিজয়পতাকা তুলিয়া । হে বিজয়ী বীর অজানা, কখন যে তুমি জয় করে যাও কে পায় তাহার ঠিকানা । আমি ঘরে বাধা ছিমু, এবার আমারে á. আকাশে রাখিলে ধরিয়া দৃঢ় করিয়া । সব বাধা খুলে দিয়ে মুক্তিবাধনে বাধিলে আমারে হরিয়া দৃঢ় করিয়া । રજ