পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভরা শ্রাবণের নিশি কু-পহরে শুনেছিকু শুয়ে দীপহীন ঘরে কেঁদে যায় বায়ু পথে প্রাস্তরে কাতর রবে । তখন সে রাতে কে জানিত মনে এমন হবে । হেরো হেরে মোর আকুল অশ্রু সলিল-মাঝে আজি এ অমল কমলকান্তি কেমনে রাজে । একটিমাত্র শ্বেতশতদল আলোকপুলকে করে ঢলেঢল, কখন ফুটিল বল মোরে বল এমন সাজে অামার অতল অগ্রসাগরসলিল-মাঝে ! আজি এক বসে ভাবিতেছি মনে ইহারে দেখি— ছখযামিনীর বুক-চেরা ধন হেরিস্থ একি । ঔ২