পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰদান ভেবেছিলাম চেয়ে নেব— চাই নি সাহস করে সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে প’রে— অামি চাই নি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে ছিন্ন মালা শষ্যাতলে রইবে বুঝি পড়ে । তাই অামি কাঙালের মতো এসেছিলেম ভোরে— তৰু চাই নি সাহস করে । ев .