পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ তোমাল নয় গো, এ যে জ্বলে ওঠে আগুন যেন, বজ্ৰ-হেন ভারী— এ যে তোমার তরবারি । তরুণ অালো জানলগ বেয়ে পড়ল তোমার শয়ন ছেয়ে, ভোরের পাখি শুধায় গেয়ে, ‘কী পেলি তুই নারী ? নয় এ মালা, নয় এ থালা, গন্ধজলের ঝারি— l CRI ভীষণ তরবারি ।کی তাই তো অামি ভাবি বসে এীিতোমার দান ! কোথায় এরে লুকিয়ে রাখি নাই যে হেন স্থান । ওগো, একি তোমার দান । শক্তিহীনা মরি লাজে, এ ভূষণ কি আমায় সাজে । রাখতে গেলে বুকের মাঝে ব্যথৰ্প যে পায় প্রাণ । vost