পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কহে এরে গুরুজনে, *ও যে তোর পতি, ও তোর দেবতা”— ভীত হয়ে তাহ। শোনে । কেমন করিয়া পুজিবে তোমায় কোনোমতে তাহা ভাবিয়া না পায় ; খেলা ফেলি কভু মনে পড়ে তার, ‘পালিব পরগনপণে যাহণ কহে গুরুজনে ৷” বাসক শয়ন-’পরে তোমার বাহুতে বাধা রহিলেও অচেতন ঘুম ভরে । সাড়া নাহি দেয় তোমার কথায়, কত শুভখন বৃথা চলি যায়, ষে হার তাহারে পরালে সে হার কোথায় খসিয়া পড়ে বাসক শয়ন-’পরে । শুধু হদিনে ঝড়ে দশ দিক ত্রাসে অাধারিয়া আসে ধরণতলে অম্বরে— xළුA