পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

/বৈশাখে তপ্ত হাওয়া দিয়েছে আজি আমলা গাছের কচি পাতায়, কোথা থেকে ক্ষণে ক্ষণে নিমের ফুলে গন্ধে মাতায় । কেউ কোথা নেই মাঠের পরে, কেউ কোথা নেই শূন্ত ঘরে— আজ দুপুরে আকাশ-তলে রিমিঝিমি নূপুর বাজে । বারে বারে ঘুরে ঘুরে মৌমাছিদের গুঞ্জস্বরে কার চরণের নৃত্য যেন ফিরে আমার বুকের মাঝে । রক্তে আমার তালে তালে রিমিঝিমি নুপুর বাজে। ঘন মহুল-শাখার মতো নিশ্বসিয়া উঠিছে প্রাণ । SVరి