পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলবালে জলসেচন করা উচ্চশাখা স্বর্ণচাপার গাছে । পারি নে আর চলতে সবার পাছে । আকাশ ছেয়ে মন-ভোলানো হাসি আমার প্রাণে বাজালো অাজ বাশি । লাগল অলস পথে চলার মাঝে, হঠাৎ বাধা পড়ল সকল কাজে, একটি কথা পরান জুড়ে বাজে ‘ভালোবাসি হায় রে ভালোবাসি’— সবার বড়ো হৃদয়-হর। হাসি । তোমরা তবে বিদায় দেহো মোরে— অকাজ আমি নিয়েছি সাধ করে। মেঘের পথের পথিক আমি আজি, হাওয়ার মুখে চলে যেতেই রাজি, অকুল-ভাস তরীর আমি মাঝি বেড়াই ঘুরে অকারণের ঘোরে । তোমরা সবে বিদায় দেহে মোরে। বোলপুর ১৪ চৈত্র ১৩১২