পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ পথের নেশ। আমায় লেগেছিল, পথ আমারে দিয়েছিল ডাক । সূর্য তখন পূর্বগগনমূলে, নৌকা তখন বাধা নদীর কূলে, শিশির তখন শুকায় নিকে। ফুলে, শিবালয়ে উঠল বেজে শাখ । পথের নেশা তখন লেগেছিল, পথ আমারে দিয়েছিল ডাক । আঁকাবঁাক। রাঙা মাটির লেখা ঘর-ছাড়া ওই নানা দেশের পথ— >锣