পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তার পরে তো অনেক বেলা হল, পেরিয়ে চলে এলেম বহু দূর । অনেক দেখে ক্লাস্ত এখন প্রাণ, ছেড়েছি সব অকস্মাতের আশ । এখন কেবল একটি পেলেই বাচি, এসেছি তাই ঘাটের কাছাকাছি, এখন শুধু আকুল মনে যাচি তোমার পারে খেয়ার তরী ভাসা । জেনেছি আজ চলেছি কার লাগি, ছেড়েছি সব অকস্মাতের আশা। বোলপুর ১৪ চৈত্র [ ১৩১২ ]