পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমুদ্রে সকাল-বেলায় ঘাটে যে দিন ভাসিয়ে দিলেম নৌকাখানি কোথায় আমার যেতে হবে সে কথা কি কিছুই জানি । শুধু শিকল দিলেম খুলে, শুধু নিশান দিলেম তুলে, টানি নি দাড়, ধরি নি হাল— ভেসে গেলেম স্রোতের মুখে । তীরে তরুর ডালে ডালে ডাকল পাখি প্রভাত-কালে, তীরে তরুর ছায়ায় রাখাল বাজায় বাশি মনের সুখে । তখন আমি ভাবি নাইকে সূর্য যাবে অস্তাচলে, নদীর স্রোতে ভেসে ভেসে পড়ব এসে সাগর-জলে— S s \o