পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত হলে পাখির গানে জেগেছিল নূতন প্রাণে, তুলেছিল ফুলের ভারে পথের তরুলতা । আমি যে দিন এলেম, সে দিন দীপ জ্বলে না ঘরে । বহু দিনের শিখার কালি অঁাক ভিতের পরে শুষ্কজাল দিঘির পাড়ে জোনাক ফিরে ঝোপে ঝাড়ে, ভাঙা পথে বীশের শাখা ফেলে ভয়ের ছায়া । আমার দিনের যাত্র-শেষে কণর অতিথি হলেম এসে ! হায় রে বিজন দীর্ঘ রাত্রি, হায় রে ক্লাস্ত কায়া ! ৮ বৈশাখ ১৩১৩