পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমায় নিল কেড়ে নিল, সকল বাধা হতে কাড়িল মোর মন । শিউলি-শাখে কোকিল ডাকে করুণ কাকলিতে ক্লান্ত অাশার ডাক । মান ধুসর আকাশ দিয়ে দূরে কোথায় নীড়ে 鲜 উড়ে গেল কাক । মর্মরিয়া মর্মরিয়া বাতাস গেল মরে বেণুবনের তলে। আকাশ যেন ঘনিয়ে এল ঘুমঘোরের মতো দিঘির কালো জলে । সন্ধ্যাবেলার প্রথম তারা উঠল গাছের আড়ে, বাজল দূরে শাখ । রন্ধ্রবিহীন অন্ধকারে পাখার শব্দ মেলে গেল বকের ঝাক । পথে কেবল জোনাক জ্বলে, নাইকো কোনো আলো এলেম যবে ফিরে । দিন ফুরালো, রাত্রি এল, কাটল মাঝের বেলা দিঘির কালে নীরে। শাস্তিনিকেতন 文°C বৈশাখ \ర్సి 3 Y S 8