পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আসবি তোরণ গন্ধরাজের গাথন নিয়ে হাতে । ওরে, আজি বহু দূরের বহু দিনের পানে পাজর টুটে বেদন মোর ছুটেছে কোনখানে— ফুরিয়ে যাওয়ার ছায়াবনে, ভুলে যাওয়ার দেশে সকল গড়া সকল ভাঙা সকল গানের শেষে ! কাজল মেঘে ঘনিয়ে ওঠে সজল ব্যাকুলতা, এলোমেলে। হাওয়ায় ওড়ে এলোমেলো কথা । তুলছে দূরে বনের শাখা, বৃষ্টি পড়ে বেগে— মেঘের ডাকে কোন অশাস্ত উঠিস জেগে জেগে । Y S ^