পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গান শোনা আমার এ গান শুনবে তুমি যদি শোনাই কখন বলে ! ভরা চোখের মতো যখন নদী করবে ছলো ছলো, ঘনিয়ে যখন আসবে মেঘের ভার বহু কালের পরে, ন। যেতে দিন সজল অন্ধকার নামবে তোমার ঘরে, যখন তোমার কাজ কিছু নেই হাতে তবুও বেলা আছে, সাথি তোমার আসত যার রাতে আসে নি কেউ কাছে, তখন আমায় মনে পড়ে যদি, গাইতে যদি বল— নবমেঘের ছায়ায় যখন নদী করবে ছলো ছলো । ১২ •