পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কী লুকিয়ে আছে ওরে, কী রেখেছে ঢেকে— কিসের কাপন কিসের আভাস পাই যে থেকে থেকে । ওরে কোথাও নাই রে হাওয়া, স্তব্ধ বাশের শাখt— বালুতটের পাশে নদী কালির বর্ণে আঁকা । বনের পরে চেপে আছে কাহার অভিশাপ— ধরণীতল মূছৰ্ণ গেছে লয়ে আপন তাপ । ওরে হেথায় আনন্দ নেই, পুরানো তোর বাড়ি । ভাঙা কুয়ার বাহুড়কে ওই দিয়েছে পথ ছাড়ি । সন্ধ্যা হতে ঘুমিয়ে পড়ে যে যেথা পায় স্থান— জাগে না কেউ বীণা হাতে, গাহে না কেউ গান । >文够