পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হারাধন বিধি যে দিন ক্ষান্ত দিলেন সৃষ্টি করার কাজে সকল তারা উঠল ফুটে নীল আকাশের মাঝে । নবীন সৃষ্টি সামনে রেখে সুরসভার তলে ছায়াপথে দেবত। সবাই বসেন দলে দলে । গণহেন তারা, “কী আনন্দ । একি পূর্ণ ছবি । একি মন্ত্র, একি ছন্দ– গ্রেহ চন্দ্র রবি ! হেনকালে সভায় কে গে৷ হঠাৎ বলি উঠে, ‘জ্যোতির মালায় একটি তারা কোথায় গেছে টুটে । ছিড়ে গেল বীণার তন্ত্রী, থেমে গেল গান— 〉 abア