পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আজিকে হঠাৎ কী হল রে তোর— ভেঙে যেতে চায় বুকের পাজর, অকারণে বহে নয়নের লোর, কোথা যেতে চাস ছুটে ? কে রে সে পাগল ভাঙিল আগল, কে দিল হুয়ার টুটে ! ‘জানি না তো আমি কোথ{ হতে নামি কী বড়ে আঘাত লেগে জীবন ভরিয়া মরণ হরিয়া কে আসিছে কালে মেঘে ।” বোলপুর ১৩ আষাঢ় { ১৩১৩ ] 3 \3:Հ