পাতা:খেয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোথা যার অামি ওগো, ওগো সবাই আমি কেহ প্রচছন্ন ছায়ার কোণে দাড়িয়ে তুমি কিসের প্রতীক্ষায় কেন আছে সবার পিছে ? ধুলাপায়ে ধায় গো পথে, তোমায় ঠেলে যায়, তারা তোমায় ভাবে মিছে। তোমার লাগি কুসুম তুলি, বসি তরুর মূলে আমি সাজিয়ে রাখি ডালি— যে আসে সেই একটি-দুটি নিয়ে যে যায় তুলে, আমার সাজি হয় যে খালি । সকাল গেল, বিকাল গেল, সন্ধ্যা হয়ে আসে, চোখে লাগছে ঘুমঘোর। ঘরের পানে যাবার বেলা আমায় দেখে হাসে, মনে লজ লাগে মোর । বসে আছি বসনখানি টেনে মুখের পরে ধেন ভিখারিনীর মতো— শুধীয় যদি ‘কী চাও তুমি', থাকি নিরুত্তরে করি ছুটি ময়ন নত। ృళిళి